স্ট্রেস দূর করে এবং রিলাক্স করে
সাদা চন্দন গুড়ার মনোমুগ্ধকর সুগন্ধ মনকে শান্ত করে,প্রফুল্লতা আনে এবং মনকে সজীব করে তোলে
রেসপাইরেটরী হেল্থ বা শ্বসনতন্ত্র ভালো রাখে।
ত্বকের চুলকানি ও ইনফেকশন দূর করে।
ভালো ঘুম আনতে সহায়তা করে।
এটা ডিউরেটিক(মূত্র বর্ধনকারী) হওয়ায় শরীর থেকে টক্সিসিটি বের করে দিয়ে কিডনী ফাংশন ভালো রাখতে সাহায্য করে।
হাইপারলিপিডেমিয়া, ডায়বেটিস বা বহুমূত্র,অক্সিডেটিভ স্ট্রেস,মাইক্রোবিয়াল সংক্রমণ ইত্যাদি রোগের উপসর্গ নিয়ন্ত্রণ করে প্রতিরোধে সাহায্য করে।
বাতের ব্যথা কমাতে চমৎকার কাজ করে।