Description

মসুর ডাল গুড়ার উপকারিতা


.নিয়মিত ব্যবহারে এটি আমাদের ত্বকের ভেতরে যেয়ে ত্বক আরো বেশি উজ্জল করে তোলে এবং পরিশুদ্ধ করে তোলে।
.মসুর ডাল স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করে।
.মসুর ডাল গুড়া ভেতরের মৃত কোষ সারাতে চমৎকার।
৪. দাগ ছোপ সারাতে একদম ম্যাজিকের মত কাজ করে।
.মসুর ডাল ত্বকের রাফনেস দূর করে ত্বককে মসৃণ করে তোলে।
.মসুর ডাল ত্বকের লাবন্যতা বাড়িয়ে তোলে।
.মসুর ডাল ত্বককে করে তোলে আরো দৃঢ়।
.মসুর ডাল ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।
.মসুর ডাল গুড়া ত্বকের অবাঞ্চিত লোম দূর করতে সাহায্য করে।
১০.মসুর ডাল গুড়া ত্বকের জ্বালাপোড়া কমায়।

মসুর ডাল গুড়া


রূপচর্চায় মসুর ডালের ব্যবহার সম্পর্কে কে না জানে। যত প্রকার ডাল জাতীয় শস্যদানা আছে তার মধ্যে মসুর ডাল অত্যন্ত সহজলভ্য এবং কম বেশি সব বাসাতে থাকেই। মসুর ডাল গুড়ো করে নিয়ে সেটা থেকেই পাওয়া যায় চমৎকার মসুর ডাল গুড়া। এতে পাওয়া যায় প্রচুর পরিমান এন্টিঅক্সিডেন্ট,ভিটামিন সি,প্রটিন,কার্বোহাইড্রেট,ওমেগা থ্রি ফ্যাটি এসিড, বিটা ক্যারোটিন  ইত্যাদি।এছারাও রয়েছে ভিটামিন ,,সি,কে যা আমাদের ত্বকের একদম গভীরে যেয়ে টক্সিক উপাদানসমুহ বের করে দেয়, ত্বককে ভেতর থেকে উজ্জলতর করে তোলে।মসুর ডাল শুধুমাত্র খাওয়ার জন্যই নয়, স্কিন ও হেয়ার কেয়ারেও মসুর ডাল অনেক কার্যকরী।

 

মসুর ডাল দিয়ে রূপচর্চা

 

মসুর ডাল দিয়ে রূপচর্চা আমাদের দেশে বহুত আগে থেকেই প্রচলিত।আমাদের মা, খালা,নানী, দাদীরা কিন্তু এখনকার মত এত প্রডাক্ট ইউজ করতেননা।তাদের রূপচর্চার অন্যতম একটি অনুষঙ্গ ছিলো এই মসুর ডাল গুড়া। মসুর ডাল দিয়ে রূপচর্চা কি কি ভাবে করা যেতে পারে তার কিছু আইডিয়া নিচে দেয়া হলো:

 

মসুর ডাল রূপচর্চার জন্য বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে:

 

১.নরমাল পানি বা কাচাঁ দুধের সাথে মসুর ডাল গুড়া মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ত্বকে এপ্লাই করুন।এতে ত্বকের মৃত চামড়া দূর হয়ে ত্বক উজ্জল হয়ে উঠবে।মসুর ডাল দিয়ে ফর্সা হওয়ার উপায় বলতে গেলে সর্বপ্রথম এটিই আসবে।

 

২.রোদে পুড়ে কালচে হয়ে যাওয়া ত্বকের জন্য মসুর ডাল গুড়া একটা আদর্শ উপাদান।লেবুর রস,গোলাপজল ও মসুর ডাল গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে ৩০ মিনিট মতো।এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।নিয়মিত ব্যবহারে ত্বকের রোদে পোড়া দাগ আস্তে আস্তে দূর হবে। মসুর ডাল দিয়ে রূপচর্চার ক্ষেত্রে বহুল চর্চিত মসুর ডালের ফেসপ্যাক এটি।

 

৩.মসুর ডাল দিয়ে ফর্সা হওয়ার উপায়ও রয়েছে।বিভিন্ন কারনেই আমাদের ত্বকে কালচে দাগ পড়ে যায়।সেজন্য মসুর ডাল গুড়া এবং মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহার করতে হবে।এতে করে যত কঠিন কালচে দাগই হোকনা কেন,আস্তে আস্তে দূর হবে।এভাবে আস্তে আস্তে মসুর ডাল দিয়ে ফর্সা হওয়া যায়।

 

৪.ত্বকের যত্নে ত্বক ভেতর থেকে পরিস্কার হওয়াটা অনেক জরুরি।সেজন্য মসুর ডাল গুড়া ও দই এর প্যাকের সাথে হলুদ আর বেসন মিশিয়ে ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে।

 

৫.মুখের এবং পিঠের জেদি দাগ দূর করতে মসুর ডাল গুড়া,কমলার খোসা গুরা,চালের গুরার সাথে শশার রস মিশিয়ে ব্যবহার করতে পারলে ভালো।এগুলোর পেস্ট বানিয়ে দাগযুক্ত জায়গার ওপরে লাগিয়ে রেখে না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলতে হবে।

 

৬.তাছারা শুধুমাত্র মসুর ডাল (Masoor Dal Gura) গুরা নরমাল পানির সাথে মিশিয়ে নিয়মিত লাগাতে পারলেও অনেকটাই উপকার পাওয়া যায়।কিন্তু চেস্টা করতে হবে নিয়ম করে রেগুলারলি ব্যবহার করার।

 

মসুর ডালের ফেসপ্যাক

 

মসুর ডাল দিয়ে নানারকম ফেসপ্যাকও তৈরী করা যায়:

১.অতিরিক্ত ড্রাই স্কিন যাদের তারা মসুর ডাল গুড়া ও মধু মিশিয়ে ত্বকে লাগাবেন।২০ মিনিট পর হালকাভাবে ঘষে ঘষে তুলে ফেলবেন।পরে পরিস্কার পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।মসুর ডালের ফেসপ্যাকের মধ্যে এই ফেসপ্যাকটি ড্রাই স্কিনের জন্য আদর্শ।

২.মসুর ডালের ফেসপ্যাক হিসেবে আরেকটি চমৎকার সংযোগ হলো মসুর ডাল আর দুধের মিশ্রন।মসুর ডালের সাথে কাচাঁ দুধ মিশিয়ে নিয়ে আলতো হাতে মুখে ঘষে ঘষে পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়।এটি মসুর ডাল দিয়ে ত্বক ফর্সা হওয়ার উপায়ও বটে।

 

Lentil powder বা মসুর ডাল গুড়া যে শুধুমাত্র ত্বকেই ব্যবহার করা যাবে সেটা নয়।চুলের যত্নেও মসুর ডাল গুড়া অনেক ভালো কাজ করে।চলুন জেনে নেই যে মসুর ডাল গুরো চুলের কি উপকার করে।

 

১.ময়লা, খুশকি,ফাঙ্গাস ইত্যাদি কারনে মাথার ত্বকে অনেক সময় সংক্রমণ হয়।Lentil Powder বা মসুর ডাল গুড়ো পানির সাথে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করতে হয়।এতে করে আস্তে আস্তে সংক্রমণ সেরে যায়।

 

২.যাদের চুল কালার করে করে অনেক ড্যামেজ হয়ে গেছে এবং শ্যাম্পুর বিপরীতে অন্য কিছু ইউজ করতে চান তাদের জন্য মসুর ডাল (Lentil powder) একদম সুপার্ব একটা ন্যাচারাল উপাদান।সেক্ষেত্রে দুই চামচ Lentil Powder বা মসুর ডাল গুড়া অল্প পানির সাথে গুলিয়ে নিয়ে তার সাথে এক চা চামচ কালো শর্ষেবাটা মিশিয়ে মিশ্রনটিকে সারারাত রেখে দিয়ে পরের দিন মাথায় এটা ব্যবহার করুন।আধা ঘন্টা মত রেখে ধুয়ে ফেলুন।আপনি চাইলে সাদা শর্ষেও ইউজ করতে পারেন।

 

৩.চুল যদি অতিমাত্রায় বিবর্ণ হয়ে যায় সেক্ষেত্রে স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত মসুর ডাল গুড়া প্যাক লাগালে ভালো রেজাল্ট পাওয়া যায়।মসুর ডাল গুড়ার সাথে অল্প এলোভেরা জেল মিশিয়ে পুরো চুলে লাগিয়ে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।এলোভেরা জেলে যদি আপনার এলার্জি থাকে বা এলোভেরা জেল না পাওয়া গেলে শুধুমাত্র পানির সাথে মিশিয়েও এটি ইউজ করা যাবে।

 

মসুর ডাল গুড়ো বা Lentil powder এর আরো ব্যবহার:

 

মসুর ডাল গুড়ার আরো কিছু ব্যবহার রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানিনা।যেমন পায়ের গোড়ালির ময়লা,পায়ের পাতা বা আঙ্গুলের কালচে দাগ,হাটুর বাটির জায়গা অতিরিক্ত কালো হয়ে যাওয়ার সমস্যায় মসুর ডালের উপকারীতার শেষ নেই।সেক্ষেত্রে মসুর ডাল গুড়ার সাথে লেবুর রস এবং হলুদ গুড়ো মিশিয়ে জায়গাগুলোতে কিছুক্ষন রেখে পরে ধুয়ে ফেলতে হবে।


মসুর ডাল গুড়ার দাম:


অর্গানিকাওনের পিওর মসুর ডাল গুড়া ৮০ গ্রামের দাম পড়বে ৮০ টাকা।

ক্যাটাগরি:

 

মুখ,দাগ ছোপ দূরীকরণ,মাস্কস এবং পীলস,স্ক্রাবিং এক্সফোলিয়েটিং,ত্বকের তৈল নিয়ন্ত্রণ,পারসোনাল কেয়ার,প্রাকৃতিক।


ব্র্যান্ড: অর্গানিকাওন স্কিন কেয়ার ব্র্যান্ড।

ডেলিভারী:ঢাকার মধ্যে ডেলিভারী চার্য :৭০ টাকা।

রিটার্ন:


আপনার যদি প্রডাক্ট পছন্দ না হয় তবে আপনি রিটার্ন করার জন্য সময় পাবেন
৭২ ঘন্টা।সব ধরনের রিকোয়ারমেন্টস ফলো করার পরে আমাদের কাস্টমার কেয়ার এর সাথে কনসাল্ট করার পরে আপনি আপনার প্রডাক্ট আবার পেয়ে যাবেন।


আপনার রূপচর্চায় মসুর ডালের গুরা রেখেছেন তো?না রেখে থাকলে আজই এড করে নিন।

আর এক্ষেত্রে আমরা অর্গানিকাওন আপনাকে দিচ্ছি একদম শতভাগ বিশুদ্ধ ও ভেজালমুক্ত মসুর ডাল গুড়ার নিশ্চয়তা।

 

 

Additional information

Weight 0.1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “মসুর ডাল গুড়া Lentil powder – 80gm”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Back to Top

Search For Products

Product has been added to your cart