Description
Geranium Essential Oil
এসেন্শিয়াল অয়েল সম্পর্কে আমরা এখন কম বেশি জানি সবাই ই।কিন্তু আমার মনে হয় জেরেনিয়াম এসেন্সিয়াল অয়েল নামটি অনেকের কাছেই নতুন। তো, চলুন কথা না বাড়িয়ে আজ এই নতুন অয়েলটি সম্পর্কে জানি।
জেরানিয়াম অয়েল কিভাবে তৈরী হয়?
সাউথ আফ্রিকার ‘পেলারগোনিয়াম গ্র্যাভিওলেন্স’ নামক এক ধরনের গুল্ম জাতীয় গাছের পাতা থেকে স্টীম ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই অয়েলটি প্রস্তুুত হয়।বর্তমানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও এটার ব্যাপক চাষাবাদ হচ্ছে।
আমি কিভাবে জেরানিয়াম অয়েল ব্যাবহার শুরু করেছিলাম?
আমার স্কিন অনেক বেশি মাত্রার সেন্সিটিভ হয়ে গিয়েছিল। ব্রন তো ছিলোই পাশাপাশি অনেক দাগ ছোপ বসে গিয়েছিলো।কোনোভাবেই উঠছিলো না।স্কিন ও অনেক বয়স্ক টাইপ দেখাচ্ছিলো। আর কেমিক্যাল জাতীয় প্রডাক্ট আমার স্কিনকে আরো ইরিটেটেড করে তুলেছিলো।পরে এক ফ্রেন্ডের মাধ্যমে আমি এই অয়েলটি সম্পর্কে জানতে পারি।ব্যাবহার শুরু করার কিছুদিন বাদেই আমার দাগ ছোপ অনেকটাই কমে এসেছিলো। স্কিন ইরিটেশন ও কমে গিয়েছিলো অনেকাংশে। Geranium Essential Oil
আমি কোন ব্র্যান্ডের জেরানিয়াম অয়েল পছন্দ করি এবং কেন?
আমার পছন্দ “অর্গানিকাওন” স্কিন কেয়ার ব্র্যান্ডের জেরানিয়াম অয়েলটি।কারন,বেশ কয়েক জায়গার জেরানিয়াম অয়েল ব্যাবহার করে আমি ভালো ফলাফল পাইনি।পরবর্তিতে “অর্গানিকাওন” স্কিন কেয়ার ব্র্যান্ডটির অয়েলটি ব্যাবহার করে আমি বেশ উপকৃত হয়েছি।এরা গত তিন বছর ধরে সততার সাথে মার্কেটপ্লেসে আছে।আর এদের প্রডাক্টের নিশ্চয়তা দিয়েছে USA Herbal Academy স্বয়ং। প্রায় ২০,০০০ কাস্টমার এবং ৭৫% ই হলো রিপিট কাস্টমার।প্রডাক্টের কোয়ালিটি ও প্যাকেজিং প্রিমিয়াম লেভেলের।আর, আমি যেহেতু বেনিফিটেড হয়েছি;তাই আমি “অর্গানিকাওন” কেই প্রেফার করি।এবং ব্যাবহার করি নিশ্চিন্তে।আরেকটা জরুরি ব্যাপার যে,প্রডাক্ট ক্রয় করার পরে বিভিন্ন সমস্যায় স্কিন বিশেষজ্ঞদের কনসাল্টেন্সি করিয়ে দিয়ে “অর্গানিকাওন” সহযোগিতা করে।তাইতো “অর্গানিকাওন” একটি বিশ্বস্ত এবং ভরসার জায়গা আমার কাছে।
চলুন জেনে নেই স্কিনের ক্ষেত্রে জেরেনিয়াম এসেন্শিয়াল অয়েল কি উপকার করে:
১.স্কিনকে শান্ত করে:
এন্টিইনফ্ল্যামেটরী ন্যাচার এর কারনে এটা স্কিনের সেন্সিটিভিটি লেভেল সঠিক ভাবে বজায় রাখে।
২.ব্যাকটেরিয়া নিরোধী:
অনেকেরই স্কিন খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়।জিরানিয়াম অয়েলের এন্টিব্যাকটেরিয়াল ফর্মুলার কারনে এটি ত্বকের ব্যাকটেরিয়া নির্মূলে চমৎকার কাজ করে।
৩.স্কিনে উজ্জলতা বাড়ায়:
এই অয়েলে প্রচুর ভিটামিন এ থাকার কারনে এটি স্কিনকে ঔজ্জল্যতা দেয় এবং গ্লো করে।
৪.এন্টি এজিং ন্যাচার:এন্টিঅক্সিডেন্টাল ন্যাচারের কারনে এটা ত্বকের দাগ ছোপ বলিরেখা, স্কারস,রিঙ্কলস এবং কঠিন জেদী দাগ দূর করে ত্বককে ইয়ংগার করে তোলে।
৫.তৈলাক্ত ত্বকের যত্নে:এন্টিসেপটিক এবং এন্টিঅক্সিডেন্টাল হওয়ার কারনে জেরানিয়াম অয়েল সেবাম প্রডাকশন কমায়।এভাবে ত্বকের তৈলাক্ততা দূর করে।
চুলের যত্নে জেরানিয়াম এসেন্সিয়াল অয়েল কিভাবে কাজ করে জেনে নেই চলুন:
১.শুস্কতা দূর করতে:
অতিরিক্ত শুস্কতাপ্রবন চুলে জেরানিয়াম অয়েল এর নিয়মিত ব্যাবহার শুস্কতা দূর করে।
২.ড্যানড্রাফ দূর করে:
খুশকির সমস্যা তো কম বেশি সবারই থাকে।শীতকালে সেটা আরও বেড়ে যায়।এছাড়াও অনেকের স্কীনে একদম লেয়ার পড়ে যায় খুশকির।সেক্ষেত্রে জেরানিয়াম অয়েলের মারাত্বক এন্টিব্যাকটেরিয়াল গুনাগুন হতে পারে একটি আদর্শ চয়েস।
৩.স্ক্যাল্প ইরিটেশন কমায়:সেন্সিটিভ স্ক্যাল্পের ক্ষেত্রে জেরানিয়াম অয়েল দারূন কার্যকরী।
৪.সান ড্যামেজ এবং পলিউশ্যনাল ক্ষয়ক্ষতি দূর করতে:
সুর্যের ক্ষতিকারক UV রশ্নির ক্ষতি এবং ধূলা,ধোয়া এবং কেমিক্যালস এর ক্ষয়ক্ষতি থেকে চুলকে সুরক্ষা দেয়।
৫.রি হাইড্রেশন করে:
মারাত্বক পর্যায়ের ড্রাই চুলকে রিহাইড্রেট করে তুলতে এটা অতুলনীয়।
ত্বকের যত্নে কিভাবে ব্যাবহার করা যাবে জেরানিয়াম অয়েল?
ঔজ্জল্যতা বাড়াতে-আর্গান অয়েল+জেরানিয়াল অয়েল+ভাতের মাড়।
ত্বকের লাবন্যতা বাড়াতে-এলোভেরা জেলের সাথে জেরানিয়াম অয়েল তিন ফোটা+স্যাফ্রন।
ব্রন কমাতে এবং পোরস বন্ধ করতে-শঙ্খ গুড়ো এক চিমটি+জেরানিয়াম অয়েল+মসুর ডাল।
নাইট অয়েল হিসেবে-
জেরানিয়াম অয়েল+অলিভ অয়েল+গ্লিসারিন।
শুস্ক ত্বক ময়েশ্চারাইজড করতে:
জেরানিয়াম অয়েল+গোলাপ গুরা+পুদিনার গুড়ো। Geranium Essential Oil
চুলের যত্নে কিভাবে ব্যাবহার করবেন :
১.হেয়ার প্যাক রুপে:
আপনার রেগুলার হেয়ার প্যাকের সাথে
জেরানিয়াম অয়লে মিশিয়ে ব্যাবহার করতে পারেন।
২.চুলের এক্সট্রা ড্যামেজ কমাতে:
জেরানিয়াম অয়েল ৬ ফোটা+সজিনা পাতা গুড়ো+এলোভেরা হাফ কাপ+আলু বাটা হাফ কাপ।এগুলোর সাথে চা পাতা ফোটানো পানি মিশিয়ে সম্পুর্ন চুলে লাগিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করুন।
৩.খুশকির সমস্যায়:জেরানিয়াম অয়েল ৭/৮ ফোটা+রসুন বাটা হাফ চামচ+চিরতা ভেজানো পানি।সব মিশিয়ে স্ক্যাল্পে রাখুন ৩০ মিনিট।পরে শ্যাম্পু করুন।সপ্তাহে দূবার করে ইউজ করুন।এক মাসের মধ্যে আশা করি খুশকি সম্পূর্ন দূর হবে।
এছারাও জেরানিয়াম অয়েল এর আরো উপকারিতা:
১.ন্যাচারাল ডিও হিসেবে:
জেরানিয়াম অয়েলের ফ্লোরাল এবং ফ্রুটি টাইপ স্মেলের জন্য এটা দারুন একটা পারফিউম রূপে কাজ করে।
২.স্ট্রেস ও ক্লান্তি কমাতে:
জেরানিয়াম অয়েলের এন্টিস্ট্রেসিং গুনাবলির কারনে এটি মানসিক স্থিতি শান্ত করে দীর্ঘক্ষন চিন্তামুক্ত থাকতে সাহাজ্য করে।
৩.লিপের যত্নে:
ঠোঁট অতিরিক্ত শুস্ক হয়ে পড়লে রাতে ঘুমানোর আগে এক ফোটা জেরানিয়াম অয়েল ম্যাসাজ করে নিন।ঠোট হয়ে উঠবে সফ্ট এবং সুন্দর।
প্যাকেজিং:
১. অর্গানিকাওনের জেরানিয়াম অয়েলটি ১০ এম এল এর ছোট্ট সুন্দর বোতলে করে থাকে।
২.ড্রপার থাকার কারনে নিজের প্রয়োজনমত ব্যাবহার করা যায়।
সতর্কতা:
১.অয়েলটি ঠান্ডা ও শুস্ক জায়গায় সংরক্ষন করুন।
২.ব্যাবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে।
৩.আলো থেকে দূরে রাখুন।
৪.শিশুদের নাগালের বাইরে রাখুন।
৫.বোতলের মুখ খোলার এক বছরের মধ্যে ব্যাবহার শেষ করুন।
আশা করছি আজকের এই ফিচারটি আপনাদের ভালো লাগবে।যারা জেরানিয়াম অয়েল সম্পর্কে জানতেন না,তারা আজ জেনে নিলেন।আমি “অর্গানিকাওনের” অয়েলটি ব্যাবহার করে অনেক উপকার পেয়েছি।আপনারাও নিতে চাইলে “অর্গানিকাওনের” ফেসবুক পেজে নক করুন। Geranium Essential Oil
Reviews
There are no reviews yet.