(মুলতানি মাটি) Multani mati 80gm

0 Reviews Write a review

৳ 160.00

-ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
-ত্বকের শুষ্কতা দূর করে নরম এবং কোমল করে।
-নেচারালি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
-স্ক্রাব হিসেবে কাজ করে।
-রোদে পোড়া দাগ দূর করে।
-ব্রণ,ব্রনের কালো দাগ দূর করে।
-ক্লিনজার হিসেবে কাজ করে।
-পিগমেনটেশন দূর করে।
-ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।
-চুলের খুশকি দূর করে।
-চুলের আগা ফাটা দূর করে।
-চুলের তৈলাক্ত ভাব দূর করে।
-চুল নেচারেলি স্ট্রিট করে।
-চুল পড়া বন্ধ করে।
-স্ক্যাল্প এর ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে।
-স্ক্যাল্প পরিষ্কার করে এবং চুল কন্ডিশনিং করে।

wws Organikaon / Order Online Order on whatsapp
Buy Now

Description

ত্বকের সমস্যা থেকে মুক্তির একটি নেচারাল সলিউশন হলো মুলতানি মাটি। মুলতানি মাটি বা Fuller’s Earth পাকিস্তানের মুলতান শহর থেকে এই এর উৎপত্তি। এতে রয়েছে সিলিকন, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম সিলিকেট যা উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন যার ফলে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে এটি ভীষণ কার্যকরী। ত্বককে ফর্সা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, কালো ছোপ ছোপ দাগ দূর করে, ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে। একই সাথে মুলতানি মাটি ত্বককে এতটাই সতেজ এবং লাবণ্যময় করে তুলে যা চোখে পড়ার মত।

ত্বকের পাশাপাশি এই পাউডার  চুলের জন্যও ভীষণ উপকারী। চুলের খুশকি দূর করে, চুলের ডগা ফাটাও কমাতে সাহায্য করে । এতো উপকারী বলেই মুলতানি মাটি সকলের কাছে অধিক পরিচিত এবং জনপ্রিয়।

মুলতানি মাটির উপকারিতা

ত্বকের যত্নে মুলতানি মাটির ১২ টি প্যাক তৈরী এবং ব্যবহার:

@ শুষ্ক কিংবা তৈলাক্ত ত্বক যে কোনও ধরনের ত্বকের জন্যই মুলতানি মাটি সেরা। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে। তাই তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয়। তৈলাক্ত ত্বকের জন্য এই পাউডারএবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ব্যবহার করুন।
-অতিরিক্ত তৈলাক্ত ত্বক হলে মুসুর ডাল গুঁড়া, মুলতানি গুঁড়ার সাথে গোলাপ জল দিয়ে প্যাক তৈরী করে ব্যবহার করতে হবে। এই প্যাকটি তেল নিয়ন্ত্রণে বেশ ভালো কাজ করে।

@ ত্বক নেচারালি ফর্সা করতে ২ চামচ মুলতানি গুঁড়ার সাথে নিয়ে নিতে হবে ৩/৪ টি জাফরান এর কেশর, এবং পরিমাণ মতো ছাগলের দুধ। গরুর দুধ হলেও চলবে। এক্ষেত্রে ছাগলের দুধ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। ১৫/২০ মিনিট দুধে জাফরান ভিজিয়ে রেখে এর সঙ্গে মুলতানি মাটি ভালো ভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এই ফেস প্যাক টি একদিকে যেমন আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে অন্য দিকে ত্বকের ফেকাসে ভাব কমাতেও দারুণ কাজ করে। মুলতানি মাটির দাম অন্যান্য নেচারাল প্রোডাক্টের তুলনায় কম।

@ ব্রণর সমস্যা দূর করতে মুলতানি মাটির প্যাক দারুণ কার্যকরী। চন্দন বাটা ও লেবুর রসের সঙ্গে মুলতানি গুঁড়া মিশিয়ে প্যাক তৈরী করে ব্যবহার করে নিন। দেখবেন ধীরে ধীরে ব্রণ দূর হয়ে গিয়েছে।

@ ব্রনের দাগ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদ এবং চন্দন পাউডার এর সাথে পরিমাণ মত এই পাউডারটি মিশিয়ে প্যাক তৈরি করুন। মুলতানি মাটির এই প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন। ধীরে ধীরে মুখের দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল এবং দাগমুক্ত হবে।

@ ক্লিনজার হিসেবে ফেইস ওয়াশ এর পরিবর্তে মুলতানি মাটি, লেবুর রস, টমেটোর রস, শসার রস মিক্সড করে প্যাক বানিয়ে ব্যবহার করলে স্কিন খুব ভালো ক্লিন হয়। এটি খুব ভালো ক্লিনজার হিসেবেও কাজ করে। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন। ত্বক ভেতর থেকে ক্লিন হবে।

@ সানট্যান দূর করতে মুলতানি মাটি খুব কার্যকরী। , আলুর রস, টকদই মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের সানট্যান দূর করার সাথে সাথে ত্বক নরম করতেও সাহায্য করে।

@ মুখে পিগমেনটেশন দূর করতেও মুলতানি মাটি সমানভাবে কার্যকরী। আমন্ড অয়েল বা অর্গানিকাওন এর কুমকুমাদি অয়েল এর সাথে মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের পিগমেনটেশন দূর করে ত্বক ফ্রেশ এবং গ্লোইং করে। মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের কোনো ক্ষতি করে না।

@ প্রাকৃতিক উপায়ে ত্বক ময়েশ্চারাইজ করতে ২ চামচ মুলতানি মাটি এবং এক চামচ মধু। মধুতে রয়েছে এন্টিব্যাক্টেরিয়াল প্রোপার্টি যা আমাদের ত্বককে ব্রনের হাত থেকে রক্ষা করে, একই সাথে প্রাকৃতিক উপায়ে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

@ এছাড়াও মধু এবং মুলতানি মাটির সাথে এক চামচ দুধ বা টক দই মেশালে এই প্যাকটি ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে। এটি ত্বককে মসৃণ এবং সতেজ করে তুলে।

@ শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির সাথে কাঁচা দুধ এবং মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটি না ব্যবহার করাই ভালো।

@ মুলতানি মাটি, কফি, শসা এবং গোলাপ জল মিক্স করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করবে। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।

@ স্ক্রাব হিসেবে মুলতানি মাটির সঙ্গে চালের গুঁড়ো, এবং চারকোল পাউডার মিক্স করে ব্যবহার করুন এটি স্কিনের ভেতর থেকে ব্ল্যাক হেডস রিমুভ করবে, পাশাপাশি ত্বকের মৃত চামড়া দূর করতে সাহায্য করবে। স্কিন সফ্ট করবে। সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করুন।

চুলের যত্নে মুলতানি মাটির ৮ টি প্যাক তৈরী এবং ব্যবহার:

@ চুলের খুশকি দূর করতে ৪ চামচ মুলতানি মাটি ৬ চামচ মেথি গুঁড়া বা মেথি ভিজিয়ে বেটে পেস্ট করে নিতে পারেন, এর সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরী করে ব্যবহার করুন। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে খুশকি দূর হবে।

@ চুলের সাইনি ভাব কমে গেছে? বেপার না। ৪ চামচ মুলতানি মাটি, টকদই, লেবু, ডিমের সাদা অংশ মিক্স করে একটি প্যাক তৈরী করে নিন। এই প্যাকটি ব্যবহার করলে চুল এতো বেশি সাইনি হবে বার বার নিজের চুলেই হাত দিতে মন চাইবে। মুলতানি মাটির এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করেই দেখুন ফলাফল।

@ চুল পরে যাওয়া কমাতে ২ চামচ মুলতানি মাটি,২ চামচ টকদই, ১ চামচ লেবুর রস এবং এলোভেরা জুস মিক্স করে হেয়ার প্যাক তৈরী করে। ব্যবহার করুন। চুল পড়া কমবে।

@ স্ক্যাল্প পরিষ্কার করতে ৩ চামচ মুলতানি মাটি ২ চামচ রিঠা পাউডার এবং চা পাতা পানিতে ফুটিয়ে এর লিকার দিয়ে মিক্স করে একটি পাতলা প্যাক তৈরী করুন। এটি আপনার চুলকে কন্ডিশনিং করবে পাশাপাশি স্ক্যাল্প পরিষ্কার রাখবে।

@ চুলের রুক্ষ ভাব কমাতে প্রয়োজন মত Multani mati, মধু, পাতি লেবুর রস মিক্স করে চুলে লাগান চুলের রুক্ষতা কমে যাবে।

@ চুল নেচারালি সোজা করতে, চুলের গোড়ায় গোড়ায় ভালো ভাবে তেল ম্যাসাজ করে সারা রাত রেখে দিন। ৮ চামচ মুলতানি মাটি, ২ চামচ মধু, ৫ চামচ চালের গুঁড়ো, ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাকটি ৪০ মিনিট চুলে লাগিয়ে রাখুন এবং সোজা করে চুল আঁচড়ে নিন। চুল পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটি বোতলে ১০০ মিলি কাঁচা দুধ চুলে স্প্রে করুন। ১৫ মিনিট রেখে চুল এবারও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল শুকিয়ে গেলেই দেখতে পারবেন চুল নেচারালি কতটা সোজা দেখাচ্ছে।

@ চুলের আগা ফাটা দূর করতে প্রথমে চুলের গোড়ায় হট অয়েল ম্যাসাজ করুন। এর পর স্টিমার এর সাহায্যে স্টিম করে নিন। স্টিমার না থাকলে সহণশীল গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভেজা তোয়ালে চুলে পেঁচিয়ে নিন এটি স্টিমার এর কাজ করবে। এর পর Multani mati এবং কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরী করে এটি চুলে ব্যবহার করুন। চুলের আগায় ভালো ভাবে লাগিয়ে নিন। পানি দিয়ে ধুয়ে নিন। আগা ফাটা কমবে।

@ মুলতানি মাটির সঙ্গে পানি মিক্স করে চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করলে চুল এর গড়ার তৈলাক্ত ভাব দূর হয় এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।

মুলতানি মাটির অপকারিতা

মুলতানি মাটির ব্যবহার  সঠিক উপায়ে না করলে ত্বকের ক্ষতি হতে পারে। ভুল নিয়মে ব্যবহার করলে উপকারের থেকে অপকারই হবে বেশি। তাই মুলতানি মাটি ব্যবহার করার পূর্বে এর অপকারিতা সম্পর্কে জেনে নেয়া উচিত। মুলতানি মাটির কিছু সাবধানতা জেনে নিন:

১) মুলতানি মাটির সঙ্গে কোনো উপাদান মিশিয়ে প্যাক তৈরীর পূর্বে ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে।

২) তৈলাক্ত ত্বকেও প্রতিদিন মুলতানি মাটি ব্যবহার করা ঠিক না এতে চামড়া কুচকে যায় এবং বলিরেখা দেখা দেয়ার সম্ভাবনা থাকে।

৩) শুস্ক ত্বকে ব্যবহার না করাই ভালো। কারণ এতে স্কিন আরও প্রাণহীন এবং শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটি ব্যবহার এর আগে প্যাচ টেস্ট করে নেয়া জরুরি।

৪) এটি বেশি ব্যবহার করলেই যে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে এটি ভুল। সপ্তাহে ২-৩ দিন এর বেশি  এটি ব্যবহার করা ঠিক না।

৫) চোখের নিচে এই পাউডার লাগানো উচিৎ নয়। চোখের এই অংশের চামড়া পাতলা হওয়ায় সহজেই ভাজ পরে যাওয়ার সম্ভাবনা থাকে।

৬) চুলের ধরণ অনুযায়ী মুলতানি মাটি চুলে ব্যবহার করা প্রয়োজন।

 

মুলতানি মাটি price 

৮০গ্রাম এর মূল্য ১৬০টাকা মাত্র

পরামর্শ :
মুলতানি মাটি ব্যবহার এর পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নেয়া ভালো। Multani mati ত্বক ও চুলে ব্যবহার করার সময় আপনার সমস্যা অনুযায়ী কিভাবে ব্যবহার করতে হবে সেই উপায়টি ফলো করুন।

ত্বক উজ্জ্বল করা, ব্রণ ব্রনের দাগ দূর করা সহ ইত্যাদি হাজারও সমস্যার প্রাকৃতিক সমাধান হলো Multani mati। একই সাথে চুলের আগা ফাটা, চুলের তৈলাক্ত ভাব দূর করা এবং চুলের শুষ্ক ভাব কমাতেও এর জুড়ি মেলা ভার। আমাদের উচিৎ সঠিক উপায়ে মুলতানি মাটি ব্যবহার করা।

Additional information

Weight 0.1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “(মুলতানি মাটি) Multani mati 80gm”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Back to Top
//
Our customer support team is here to answer your questions. Ask us anything!
👋 Hi, how can I help?

Search For Products

Product has been added to your cart