মাইল্ড শ্যাম্পু কি ও তৈরি করার পদ্ধতি।।

প্রায় সময়ই ব্লগে বা ব্লগ ভিডিও গুলোতে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে বলা হয়। কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন এই মাইল্ড শ্যাম্পু টা কি??
তাই আজকের ব্লগে মাইল্ড শ্যাম্পুর ব্যাপারটা খোলাসা করে বলবো,যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
শ্যাম্পু হচ্ছে এক ধরনের ক্লিনজার যা চুলকে পরিষ্কার রাখে,চুল থেকে ময়লা,ধুলাবালি,দূর করে। বাজারের শ্যাম্পু গুলোতে রং, অ্যালকোহল, হেভি পারফিউম, প্রিজারভেটিভ, সিলিকন, এছাড়াও অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়।
মাইল্ড শ্যাম্পু হচ্ছে কেমিক্যাল বিহীন শ্যাম্পু। এই শ্যাম্পু প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে তৈরি করা যা আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন।

চলুন দেখে নেই মাইল্ড শ্যাম্পু তৈরি করতে কি কি উপকরণ লাগছে-
• মেথি (৪ চা চামচ)
• রিঠা (৫-৬ টি)
• শিকাকাই (৬-৭ টি)
• শুকনো আমলকি (৮-১০ টি)
• তেজপাতা (৫-৬ টি)

 

New Collection

For your beauty and Care

মাইল্ড শ্যাম্পু তৈরি করার পদ্ধতি:
১. ৫০০ মিলিলিটার পানিতে সবগুলো উপাদান মেথি, রিঠা, শিকাকাই, শুকনাে আমলকি, তেজপাতা সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে চুলায় জ্বাল করে নিতে হবে।

২. যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপাদান ভালোভাবে সিদ্ধ হয়ে পানি ঘন হওয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করবেন।

৩. জাল করা মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে কচলে নিতে হবে। এরপর মিশ্রনটিকে ছেঁকে নিয়ে ব্যবহার করুন মাইল্ড শ্যাম্পু।

৪. ঝটপট এই শ্যাম্পুটি যদি বানিয়ে ফেলতে চান, তাহলে (রিঠা গুড়া, শিকাকাই গুড়া, আমলকি গুড়া, মেথি গুড়া এবং তেজপাতা গুড়া) সবগুলো ২  চামচ করে নিয়ে পরিমাণ মতো পানিতে মিক্সড করে এই শ্যাম্পুটি বানিয়ে নিতে পারেন।

মাইল্ড শ্যাম্পু তৈরি করার জন্য এই সকল উপাদান গুলো কোথায় পাওয়া যাবে?
মাইল্ড শ্যাম্পু তৈরি করার জন্য এই সকল উপাদান গুলো Organikaon অনলাইন পেজ থেকে গুড়া উপাদানগুলো অর্ডার করতে পারবেন।

আশা করি এটি ব্যবহার করলে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

 

For Silky & Shiny Hair

Best Organic Shampoo-Sulfate Free

Argan Keratin Shampoo (250ml)

৳ 720.00

(4)