Description
Lemongrass Essential Oil
লেমনগ্রাস একটি ছোট্ট সুন্দর ছড়ানো ঘাসজাতীয় প্ল্যান্ট যার আরো কতগুলো শ্রুতিমধুর নাম রয়েছে।যেমন: সিট্রোনেলা ঘাস,সিল্কি হেডস,কোচিন ঘাস ইত্যাদি।কালিনারি বা রান্নাতে আমরা অনেকেই এটা ব্যাবহার করি।কিন্তু এটা থেকে যে কত বেনিফিশিয়াল তেল তৈরী হয় তা কি আমরা জানি?না জানলেও সমস্যা নেই।আজকের এই আর্টিকেলটি থেকে আমরা লেমনগ্রাস অয়েল সম্পর্কে অনেকটাই ক্লিয়ার ধারনা পাবো।
লেমনগ্রাস অয়েল কি এবং কিভাবে তৈরী হয়?
লেমনগ্রাস গাছের পাতা থেকে স্টীম ডিস্টিলেশন প্রক্রিয়ায় যে তেল তৈরী হয় সেটাই লেমনগ্রাস অয়েল।যদিও লেমনগ্রাস হিসেবেই আমরা সবাই চিনি কিন্তু এটার বৈজ্ঞানিক নাম হলো সিম্বোপোগান।এর চমৎকার সব গুনাবলির কারনে রান্নার পাশাপাশি মেডিসিনাল,এরোমাথেরাপি, স্কিন কেয়ার,হেয়ার কেয়ার এবং কসমেটিক সেক্টরেও ব্যাপক ব্যাবহার হচ্ছে।
আমি কিভাবে এই অয়েলটি সম্পর্কে জানতে পারলাম?
আমার স্কিন প্রচন্ড মাত্রায় অয়েলি, সেন্সিটিভ এবং অত্যধিক ব্রণযুক্ত ছিল। এ কারনে আমি অনেক কিছুই ব্যাবহার করেছি। তেমন ভালো ফলাফল পাচ্ছিলাম না।একজনের পরামর্শে আমি স্কিন কেয়ার রুটিনে লেমন গ্রাস অয়েল
যোগ করি।আস্তে আস্তে আমার অয়েলিনেস এবং ব্রনের প্রবলেম আশানুরুপভাবে কমে এসেছে।স্কিন সেন্সিটিভিটিও এখন রিডিউজ হয়েছে।
আমি কোন ব্র্যান্ডের Lemongrass Essential Oil ইউজ করি এবং কেন সেটা পছন্দ করি:
যেহেতু এই অয়েলটি সম্পর্কে আমি নতুন জেনেছিলাম তাই আমার ধারনা ছিলো না যে কোথা থেকে ভালো মানের এবং অরিজিনাল অয়েল পাবো।যে কারনে প্রথমে বেশ কয়েকটা জায়গা থেকে কিনে ধোঁকা খেয়েছি।পরবর্তিতে আমি “অর্গানিকাওন” স্কিন কেয়ার এর “লেমনগ্রাস অয়েল” টি নেই। এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং পিওর।আর,আমি ব্যাবহার করেও বেশ ভালো ফলাফল পেয়েছি।”অর্গানিকাওন” লাস্ট তিন বছর ধরে মার্কেটে আছে।এদের প্রায় ২০,০০০ এর মতো কাস্টমার।আর,আমি জেনে অবাক হয়েছি যে,এদের কাস্টমারদের প্রায় ৭৫% ই রিপিট কাস্টমার।আর এদের সমস্ত প্রডাক্ট USA Herbal Academy সার্টিফাইড।তাই আমার প্রথম পছন্দ অর্গানিকাওন এবং ব্যাবহার করে আমি থাকি নিশ্চিন্ত।
চলুন এখন জেনে নেই যে লেমনগ্রাস এসেন্সিয়াল অয়েল স্কিনে কি উপকার করে:
১.অয়েলি স্কিনের জন্য পারফেক্ট:
স্ট্রং ডিটক্সিফাইিং ন্যাচার এর জন্য লেমনগ্রাস অয়েল স্কিনকে ডিপলি ক্লিন করে এবং অয়েলিনেস দূর করে সুপার্বলি।
২.ব্রন প্রতিরোধী:
হাই লেভেলের এন্টিব্যাকটেরিয়াল প্রকৃতির হবার কারনে এটি ব্রনের জীবানু ধ্বংসে দারুন কার্যকর।ব্রনের খুলে যাওয়া মুখ বন্ধ হতে সাহাজ্য করে।এমনকি নতুন করে ব্রনের ফিরে আসাও প্রতিরোধ করে।
৩.ফ্রি রেডিক্যালস দূর করে:
ত্বকের ভেতরকার ফ্রি রেডিক্যালস গুলোকে ঠিক করতে লেমনগ্রাস অয়েল খুব ভালো কাজ করে।এছাড়াও এটি স্কিনকে নরম ও কোমল করে তোলে।এভাবে বার্ধক্যের ছাপ কমিয়ে আনে।
৪.ত্বকের ক্ষত সারায়:
এটির এন্টিসেপটিক ন্যাচার এর কারনে ত্বকের ভেতরকার ক্ষত সারিয়ে তুলতে পারদর্শী।
৫.স্কিন গ্লো করে:
লেমনগ্রাস অয়েলে উচ্চ মাত্রার এসট্রিনজেন্ট রয়েছে।যে কারনে এটা স্কিনে গ্লো আনে,স্কিন টানটান করে এবং টোনিং করে।
৬.রেডনেস এবং চুলকানি কমায়:
স্কিন লালচে হয়ে যাওয়া এবং ফুলে ওঠার সমস্যায় এটা কার্যকরী।কারন,এটার রয়েছে স্ট্রং এন্টিইনফ্ল্যামেটরী গুনাগুন।
স্কিনের ক্ষেত্রে কিভাবে ব্যাবহার করবেন:
রেগুলার ফেস প্যাকের সাথে মিশিয়ে ব্যাবহার করা যায়।অন্য যেকোন অয়েলের সাথে মিশিয়ে রাতে ঘুমানোর সময় ও ব্যাবহার করতে পারেন।
চুলের ক্ষেত্রে লেমনগ্রাস এসেনন্শিয়াল অয়েল কি কি কাজ করে চলুন জেনে নেই:
১.ড্যানড্রাফ দূর করে:
একটি স্টাডিতে পাওয়া গেছে যে লেমনগ্রাস এসেন্শিয়াল অয়েল এক সপ্তাহের মধ্যেই ড্যানড্রাফ দূর করতে পারে। হাই লেভেলের ব্যাকটেরিয়া নিরোধী হবার কারনে এই অয়েলটি স্ক্যাল্পকে সম্পূর্ণভাবে ব্যাকটেরিয়া নির্মূল করে খুশকিমুক্ত করে।
২.স্ক্যাল্পের ফাংগাস দূর করে:
অনেকেরই স্কিন অতিরিক্ত মাত্রায় এলার্জিক হয় এবং তাতে খুব সহজেই ফাংগাল ইন্ফেকশন হয়।লেমনগ্রাসে উচ্চমাত্রার ফাংগাল প্রপারটিজ রয়েছে।তাই এটি ফাংগাস এবং ইস্টের বিরুদ্ধে চমৎকার কাজ করে।
৩.চুলের বৃদ্ধিতে সহায়ক:
নিয়মিত অন্য ক্যারিয়ার অয়েলের সাথে এটির ব্যাবহার চুলের কোলাজেন লেভেল বাড়িয়ে তোলে। এতে করে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
৪. চুল মজবুত করে:
চুলকে প্রয়োজনীয় পুস্টি ভালোভাবে শোষিত হতে সাহাজ্য করে লেমনগ্রাস অয়েল।চুল মজবুত হয়,ঘন হয় এবং নতুন চুল গজানোর হার বেড়ে যায়।
চুলের ক্ষেত্রে Lemongrass Essential Oil কিভাবে ব্যাবহার করবেন:
কোকোনাট অয়েল এর সাথে মিশিয়ে ব্যাবহার করতে পারেন।হেয়ার প্যাক বা হেয়ার মাস্কের সাথে এড করেও ইউজ করা যায়।
খাদ্য হিসেবে লেমনগ্রাস অয়েল:
১.বিপাক ক্রিয়ার উন্নতি ঘটায়:
লেমনগ্রাস অয়েল ডায়রিয়ার প্রকোপ কমাতে সহায়ক।পরিপাক ক্রিয়ার সমস্যায় ও এটা ফলপ্রসূ।
২.কোলস্টেরল কমায়:
প্রাচীনযুগে গ্রিকরা কোলস্টেরল লেভেল কমাতে অল্প করে লেমনগ্রাস অয়েল খাদ্যের সাথে নিতেন।এটা কেলস্টেরল লেভেল নিয়ন্ত্রনে রেখে কার্ডিওভাস্কুলার ডিসিজের ঝুকি কমায়।
লেমন গ্রাস অয়েলের আরো কিছু ব্যাবহার:
১.মাসল পেইন কমাতে সহায়ক:
এন্টিইনফ্ল্যামেটরী ন্যাচার এবং সিট্রাসি গোত্রভুক্ত হওয়ায় লেমনগ্রাস পেইন রিলিফে দারুন কার্যকর।রিসার্চে এসেছে যে,নিয়মিত ৩০ দিনের ব্যাবহারে জয়েন্ট এবং মাসল পেইনের ব্যাথা প্রায় অনেকাংশে দূরীভুত হয়।
২.এংজাইটি কমায়:
লেমনগ্রাসের স্মুদিং ফ্র্যাগরেন্স মনে শান্ত ভাব তৈরী করে।সরাসরি বা ডিফিউসার এর মাধ্যমে লেমনগ্রাসের স্মেল দুশ্চিন্তা কমাতে সাহাজ্য করে মনকে রিলাক্স করে তোলে।
৩.স্ট্রেস রিলিভার রূপে কাজ করে:
একটা গবেষনায় পাওয়া গিয়েছে যে,লেমনগ্রাসের স্মেল অনেকটা এসপিরিনের মতোই কাজ করে আমাদের মনে।এটা মনকে সজীব করে তোলে,ডোপামিন নিঃসরন বাড়ায়।এতে করে আমাদের স্ট্রেস রিলিফ হয়।আমার ক্ষেত্রে এই ব্যাপারটি হয়েছে।আমি অতিমাত্রায় টেনশনে থাকলে আমি এটি ব্যাবহার করি।অনেকটাই কালমিং ভাব আসে। Lemongrass Essential Oil
৪.সুনিদ্রা আনে:
লেমনগ্রাসে আছে সেরাটোনিন নিঃসরনের ক্ষমতা।এতে করে ভালো ঘুম আসতে সহায়তা করে এবং মনকে প্রফুল্ল করে তোলে।
“অর্গানিকাওনের” Lemongrass Essential Oil টি-ই কেন নিবেন?
কারন,
১.এটি ১০০% বিশুদ্ধ এবং অর্গানিক।
২.প্যারাবেন ফ্রি।
৩.অন্য কোন অয়েল মিশ্রিত হয়নি।
৪. সিন্থেটিক ফ্র্যাগ্রেন্স ব্যাবহার হয়নি।
৫.রিচ এন্টিঅক্সিডেন্টাল,এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টিফাংগাল গুনাবলি সম্পন্ন।
৬.USA Herbal Certified.
তাই আপনি “অর্গানিকাওনের” ‘লেমনগ্রাস অয়েলটি’ ব্যাবহার করতে পারেন নিশ্চিন্তে।
প্যাকেজিং:
১. প্রতিটি বোতলে রয়েছে ১০ এম এল পরিমান পিওর Lemongrass Essential Oil।
২.সাথে ড্রপার থাকায় নিজের সুবিধামত ব্যাবহার করা যায়।
সতর্কতা:
১.বোতলটি ঠান্ডা এবং শুস্ক জায়গায় রাখুন।
২.আলো এবং সূর্যের সংস্পর্শে রাখা যাবেনা।
৩.সরাসরি চোখে এবং ঠোটে লাগানো থেকে বিরত থাকুন।
৪.ব্যাবহার শুরু করার ১২ মাসের মধ্যেই শেষ করুন।
৫.শিশুদের নাগালের বাইরে রাখুন।
তো,সুপ্রিয় পাঠক,আজ আমরা লেমনগ্রাস অয়েলটি সম্পর্কে ডিটেইলস জানলাম।আমার সমস্যাতে আমি “অর্গানিকাওনের” এই চমৎকার ১০০% পিওর এন্ড অরিজিনাল লেমনগ্রাস অয়েলটি ব্যাবহার করে অনেক বেনিফিটেড হয়েছি।আপনারাও চাইলে নিতে পারেন।সম্পুর্ণ রিয়েল এবং কেমিক্যালমুক্ত লেমনগ্রাস অয়েলটি আপনার বিউটি বাকেটে যুক্ত করতে চাইলে আজ ই অর্ডার করুন “অর্গানিকাওনের” ফেসবুক পেজ এ।
ভালো থাকবেন সবাই।আপনার দিনটি সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।
Reviews
There are no reviews yet.