অনাদিকাল থেকে সাবান পরিষ্কার পরিচ্ছন্নতার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সৌন্দর্য বর্ধনেও সাবানের ব্যবহার কিন্তু কম নয়। ইদানীং সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে গোট মিল্ক সোপ। এর মাঝে অর্গানিকাওন এর স্যাফরন গোট মিল্ক সোপ এর বেশ ভালো রিভিউ দেখে আমিও আগ্রহী হলাম এই সোপটির ব্যাপারে। অনেকেরই মনে বেশ কৌতুহল আছে, আসলেই কি সোপটি কাজ করে? এটি কি আসলেই ব্রণ দূর করতে হেল্প করে আর স্কিন ব্রাইট করে? গত পাঁচ মাস আমিও এটি ব্যবহার করছি। ভাবলাম আমার অভিজ্ঞতা শেয়ার করলে এটি অনেকের জন্যই বেশ হেল্পফুল হবে। চলুন তাহলে জেনে নিই বহুল আলোচিত অর্গানিকাওন এর এই গোট মিল্ক স্যাফরন সোপটি নিয়ে।
সোপটি কী কী দিয়ে তৈরী?
নাম শুনেই বোঝা যাচ্ছে সোপটির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো দুটি-
- গোট মিল্ক
- স্যাফরন
এছাড়াও এটিতে আরো আছে-
- অ্যালোভেরা জেল
- গ্লিসারিন
- স্যাফরন অয়েল
- অলিভ অয়েল
- কোকোনাট অয়েল
- ক্যাস্টর অয়েল
- অ্যাসেনসিয়াল অয়েল
- মধু
- হিমালয়ান পিংক সল্ট
- অ্যাকোয়া
- সোডিয়াম হাইড্রক্সাইড
এর মতো উপকারী সব উপাদান।
সোপটিতে ঘ্রাণ নেই কেন?
হাতে পেয়ে অনেকেই একটু অবাক হতে পারেন যে, সাবানে কড়া স্মেল নেই কেন? এর কারণ হচ্ছে সাবান পুরোটাই ন্যাচারাল পদ্ধতিতে বানানো। এতে আর্টিফিশিয়াল কোনো স্মেল দেয়া হয় না। স্যাফরনের তো কোনো ঘ্রাণ এমনিতেই নেই। মিল্কের একটা লাইট স্মেল পাওয়া যায়। অনেকের কাছে ঘ্রাণটা তেমন ভালো লাগে না। এটা আসলে একেকজনের ঘ্রাণশক্তির উপর নির্ভর করে।
স্যাফরন কীভাবে স্কিন ভালো রাখে?
- স্যাফরন মুখের কালো দাগ, পিগমেন্টেশন, আনইভেন স্কিনটোন, সানট্যান এগুলো দূর করে স্কিনটোন ব্রাইট করে।
- স্যাফরনের মাঝে থাকা অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে।
- স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে স্ট্রং ও হেলদি করে।
- ত্বক হাইড্রেট ও নারিশ রাখে।
- অনেক সময় নানা কারণে আমাদের ত্বকে ইনফ্ল্যামেশন, রেডনেস, ইচিং, সানবার্ন সহ ছোট ছোট ক্ষত হতে পারে। জাফরানের মাঝে থাকা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান এগুলো সারিয়ে দেয়।
- জাফরান ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। এটি স্কিনের ডেড সেলস ক্লিন করে পোরস ক্লগ হওয়া থেকে রক্ষা করে।
- স্যাফরনের ক্রোসিন, ক্রোসেটিন, স্যাফ্রানাল অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। এগুলো ত্বকে হওয়া রেডিকেলস এর বিরুদ্ধে লড়াই করে। রেডিকেল এর কারণে মূলত স্কিন ড্যামেজ হয়ে রিংকেলস, ফাইন লাইনস এগুলো হয়ে থাকে।
গোট মিল্ক ত্বকের কী কী উপকার করে?
- গোটমিল্কের মাঝে থাকা ফ্যাট মলিকিউলস স্কিন ময়েশ্চারাইজ করে। এছাড়া প্রোটিন এবং ফ্যাটগুলো স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে।
- গোট্মিল্কের ল্যাকটিক উপাদান স্কিনের ডেড সেলস দূর করে, পোরস আনক্লগ করে এবং একনে হওয়া প্রিভেন্ট করে।
- এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি এবং ভিটামিন ই, স্কিনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং স্কিনের ব্যারিয়ারকে রিস্টোর করে অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে কাজ করে।
- এর মাঝে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের লালচেভাব, ব্রণ দূর করতে সাহায্য করে।
- গোট মিল্কের পিএইচ লেভেল, স্কিনের পি এইচ লেভেলের কাছাকাছি বলে এর কারণে ইরিটেশন হয় না এবং সহজে অ্যাবজর্ব হয়ে যায়।
- গোট মিল্কের নিউট্রিয়েন্টস স্কিনের ইরিটেশন দূর করতে সাহায্য করে।
- এর মাঝে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান স্কিনের ব্যারিয়ার মজবুত করে এবং পোরসে ব্যাক্টেরিয়ার আক্রমণ হতে দেয় না।
সোপটি কোন স্কিন টাইপের জন্য?
যেকোনো স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার আগে আমরা চিন্তা করি এটা আমাদের স্কিন টাইপের সাথে মানাবে তো? চিন্তার কিছু নেই, অর্গানিকাওন স্যাফরন গোট মিল্ক সোপ সব ধরনের স্কিন টাইপের সাথেই বেশ ভালোভাবে মানিয়ে যায়। আমার স্কিন কম্বিনেশন টাইপ, কিছুটা অংশ অয়েলি ও বাকিটা ড্রাই থাকে। আমার স্কিনেও দারুণভাবে সোপটি স্যুট করেছে। কোনো ইচিং, র্যাশ বা ইরিটেশন হয়নি, বরং বেশ ফ্রেশ আর সুদিং লেগেছে।
সোপটি দেখতে কেমন?
- সোপের প্যাকেজিং খুবই সুদিং ও ইউনিক। সাদা রঙের আয়তাকার বাক্সের মাঝে কালো রঙের স্টিকারের উপর সাবানের ডিটেলস লেখা।
- প্যাকেটটি খুলতেই একটু লম্বা, চারকোনা একটি দারুণ হলুদ ও কমলার মিশেলে সাবান পেলাম। এই সাবানটিতে কোনো আলাদা কেমিক্যাল ব্যবহার করে রঙ করা হয় না, তাই গোট মিল্কের সাথে স্যাফরন মিশে একটি দারুন রঙ তৈরী করে। এছাড়া সাবানে বেশ কিছু স্যাফরন আছে যা সাবানটিতে একটি দারুন কমলা রঙ এনেছে।
সোপটি ব্যবহারের পর আমার অনুভূতি কী?
আমি তৃতীয়বারের মত সোপটি কিনে ব্যবহার করছি। আমার কাছে সোপটি অনেক ভালো লেগেছে। এবং যেসব কারণে আমি সোপটি ব্যবহার করতে এত স্বাচ্ছন্দ্যবোধ করেছি তা হলোঃ
- আমার কম্বিনেশন স্কিন হওয়া স্বত্ত্বেও এটি দিয়ে ক্লিন করলে বেশ ফ্রেশ ও সুদিং ফিল দেয়।
- এতে রিয়েল স্যাফরন ব্যবহার করা হয়েছে যা আমার বেশ ভালো লেগেছে।
- কোনো এক্সট্রা কেমিক্যাল নেই, তাই স্কিনে কোনোরকম ক্ষতি হয়নি।
- আমার স্কিনে একটি ন্যাচারাল গ্লো এসেছে।
- সোপটি দিয়ে ফেইস ক্লিন করলে টান টান লাগে না, ড্রাইও লাগে না। বরং বেশ ময়েশ্চারাইজড একটি ফিল দেয়।
- আমার ফেইসে বেশ কিছু ব্রণের কালচে দাগ, সানট্যান ইত্যাদি ছিলো। নিয়মিত এই সোপটি ব্যবহারে এই দাগগুলো হালকা হয়ে গেছে এবং বেশিরভাগই চলে গেছে।
- একনে রিমুভ হয়েছে।
- এছাড়াও আমার মনে হয়েছে দাম অনুযায়ী এটি বেশ কয়েক দিন ব্যবহার করা যায়।
- ব্যবহারের অনেকক্ষণ পরেও গ্লোয়িং ইফেক্টটা বোঝা যায়।
আমি বলতে পারি আসলেও এটি ব্যবহার করে আমি দারুণ বেনিফিটস পেয়েছি। Organikaon ব্র্যান্ডের ক্লেইম অনুযায়ী সত্যিই সোপটি ব্রণের দাগ, সানট্যান ক্লিন করে স্কিনে গ্লো আনে। তবে আমার মনে হয়েছে এটি একটু ধৈর্য্য ধরে ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করে ছেড়ে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে না।
কীভাবে ব্যবহার করি?
এটি ব্যবহারের জন্য অনেক বেশি ঝামেলা বা বিশেষ নিয়ম নেই। সাধারণ ফেইসওয়াশ বা ক্লিনজার যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই ব্যবহার করা যায়।
- প্রথমে হাতে সোপটি নিয়ে একটু ঘষে হালকা ফেনা তৈরি করে এটিকে ভালোভাবে মুখে ম্যাসাজ করে নিই।
- এরপর নরমাল অথবা কুসুম গরম পানি দিয়ে মুখ ক্লিন করে নিই।
- ফেইস ক্লিন করার পর বাকি স্কিনকেয়ার স্টেপগুলো ফলো করি।
শুধু ফেইসেই না বডিতেও সোপটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
স্কিন বেশি ড্রাই হলে সোপ ইউজের জন্য একটি পরামর্শ
আগেই বলেছি আমার কম্বিনেশন স্কিন টাইপ তাই সোপ ইউজের পর অনেক ড্রাই ফিল হয়নি বরং সুদিং ফিল হয়েছে। কিন্তু যাদের স্কিন টাইপ ড্রাই তাদের যদি সোপটি ইউজের পর ড্রাই ফিল হয়, তবে ট্রাই করবেন স্কিনে স্যুট হয়, এমন ভালো মানের টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে। কারণ-
- ময়েশ্চারাইজার ফেইসকে হাইড্রেট রাখবে।
- টোনার স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করে এবং স্কিন জেন্টলি এক্সফোলিয়েট করে ফেইসকে ক্লিন ও ফ্রেশ রাখে।
অর্গানিকাওন ব্র্যান্ড নিয়ে কিছু কথাঃ
- আমাদের দেশে যত অর্গানিক ব্র্যান্ড আছে তার মাঝে অর্গানিকাওন অন্যতম। আপনাদের কাছে পিওর অর্গানিক প্রোডাক্ট পৌঁছে দিতে অর্গানিকাওন কাজ করে যাচ্ছে।
- অর্গানিকাওন বলে তাদের সব প্রোডাক্ট পুরোপুরি ন্যাচারাল উপাদানে তৈরি এবং কোনোরকম কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করা হয় না।
তাই আপনি যদি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করে থাকেন তবে অর্গানিকাওন ব্র্যান্ড হতে পারে পারফেক্ট চয়েস।
সাধারণত স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার সময় আমরা অনেক কিছু খেয়াল করে থাকি। কিন্তু দেখা যায়, সোপ কেনার ক্ষেত্রে এতটা চিন্তা করি না আমরা। কিন্তু একটি ভালো ক্লিনজিং সোপ হতে পারে স্কিনকেয়ারের ক্ষেত্রে টোটালি গেম চেঞ্জার। ফেইসের স্কিন যেহেতু অনেক সেনসিটিভ, তাই একটু সাবধান না থাকলেই হতে পারে ব্রণ, স্কিনটোন হয়ে যেতে পারে ডার্ক। তাই যেনতেন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন অর্গানিকাওন এর এই Saffron Soap। যারা সোপটি নিতে চাচ্ছেন বা ভাবছেন অনেকদিন ধরে নিবেন, তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। আশা করি আমার মতো আপনারাও সোপটি ব্যবহার করে বেনিফিটস পাবেন এবং দারুণ অভিজ্ঞতা হবে। সাবানটি হাতে পাওয়ার জন্য সরাসরি অর্গানিকাওন এর ফেইসবুক পেইজ বা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন।
Leave a comment